জিএম কিবরিয়া, দুর্গাপুর,রাজশাহী :: রাজশাহীর দুর্গাপুরে জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই (সোমবার) সকাল ১০ থেকে উপজেলা চত্বরে উক্ত কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনসাধারণ কে স্বাস্থ্য সেবা ও ফ্রী ঔষধ বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন, আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাঃ মেহেদী হাসান (সোহাগ) মেডিকেল অফিসার ডাঃ তাজুল ইসলাম, ডাঃ শারমিন সুলতানা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাধারণ ছাত্রদের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। উপজেলার মানুষজন ডাক্তারদের পরামর্শ ও ফ্রি ওষুধ নিচ্ছেন। পাশাপাশি ব্লাড গ্রুপিং করা হচ্ছে।সাধারণ মানুষদের সেবার জন্য দিনব্যাপী কার্যক্রম চলমান থাকবে।