আইয়ুব আলী, ময়মনসিংহ:: রক্তস্নাত জুলাই বিপ্লবের এক বছর পূর্তি এবং জুলাই শহীদের স্মরণে ময়মনসিংহ বিভাগীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত ফলাফল অনুযায়ী ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরন করা হয়েছে। রবিবার সন্ধায় তারেক স্মৃতি অডিটরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কারের চেক বিতরন করেন প্রধান অতিথী বিভাগীয় কমিশনার মো মোখতার আহমেদ।
প্রথম পুরস্কার পেয়েছেন মো: খালেদ মিয়া (৭), এক লক্ষ টাকা, ২য় পুরস্কার পেয়েছেন নূর আহাম্মদ ইফাত(১২) ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন মো: সিয়াম হাসান আপন(১২), ২৫ হাজার টাকা। ময়মনসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অগ্নি ফিনিক্স ক্লাব যৌথভাবে এই প্রতিযোগীতার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, শহিদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ ও শহিদ মাহিনের পিতা জামিল হোসেন সোহেল। প্রতিযোগীতার আয়োজনে প্রধান বাস্তবায়নকারী ছিলেন আশিকুর রহমান আশিক। ১৭৬ জন প্রতিযোগীর মধ্যে বাছাই করে ৭৩ জনকে চুরান্ত মনোনীত করা হয়। পরবর্তীতে ২৩ জনকে নিয়ে আজ রবিবার তারেক স্মৃতি অডিটোরিয়ামে ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ২৫ জুন রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে শেষ হয় ১আগস্ট। ২ আগস্ট প্রাথমিক বাছাইপর্ব এবং ২য় পর্বের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে ২৩ জন উত্তীর্ণ হয়। তাদের নিয়েই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।