ছবি আছে
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা (১৬.০৮.২০২৫) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, আমাদের গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী বার্তা পৌঁছে দিতে হবে। একাজে প্রত্যেক নেতাকর্মীদের সক্রিয় হতে হবে। এ জেলার তৃণমূলে বিএনপির অবস্থান সুদৃঢ় করতে হবে। তারেক জিয়ার অনড় অবস্থানের কারণে ঝুঁকি নিয়ে চুয়াডাঙ্গা জেলায় তৃণমুলে কমিটি গঠন করেই আমরা বিএনপির রাজনৈতিক পথ পরিস্কার করেছি। কোন অপশক্তি আমাদের ঠেকিয়ে রাখতে পারবেনা। দলের শক্তিশালী কর্মকাণ্ড গড়ে তোলার জন্য জিয়ার সৈনিকদের আরো সচেষ্ট হতে হবে।
শনিবার (১৬ আগষ্ট) শনিবার সন্ধ্যা ৬টায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে উপজেলা ও আলমডাঙ্গা পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ও সফিকুল ইসলাম পিটু এবং খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক রোকন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা পৌর বিএনপি সভাপতি আজিজুর রহমান পিন্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট এম.এম.শাহজাহান মুকুল ও সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সভাপতি এম.জেনারেল, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষকদলে আহবায়ক মোকাররম হোসেন ও সদস্য সচিব তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা স্বেচ্ছাসেবক দলে সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ, পিপি এ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা শাখার আহবায়ক এ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ ও ওলামা দলের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক মাওলানা আনোয়ার হোসেন।
জনসভায় আলমডাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।