আগামী নির্বাচন হবে দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন; তাই নির্বাচনের দেশপ্রেমী ইসলামী শক্তিকে বিজয়ী করতে ময়দানে ইসলাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
শনিবার রাজধানীর কাওরান বাজারের স্থানীয় একটি মিলনায়তনে জাতীয় সংসদের ঢাকা-১২ আসনের থানা নির্বাচনী কমিটির সদস্য সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আসন পরিচালক ও তেজগাঁও দক্ষিণের আমীর ইঞ্জিনিয়ার নো’মান আহমদীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও তেজগাঁও উত্তরের আমীর মাওলানা আহসানুল্লাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন হাতিরঝিল থানা পশ্চিমের আমীর ইউসুফ আলী মোল্লা,
তেজগাঁও শিল্পাঞ্চলের আমীর মো. কলিমুল্লাহ, শেরেবাংলা দক্ষিণের আমীর আবু সাঈদ মণ্ডল। উপস্থিত ছিলেন হাতিরঝিল পশ্চিমের নায়েবে আমীর নূরুল ইসলাম আকন্দ, তেজগাঁও শিল্পাঞ্চলের নায়েবে আমীর হারুন ভূইয়া,তেজগাঁও থানা দক্ষিণের নায়েবে আমীর এস এম মনির আহমদ, হাতিরঝিল পূর্বের সেক্রেটারী খন্দকার রুহুল আমিন, তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারী ফরিদ আহমেদ রুবেল, তেজগাঁও উত্তরের সেক্রেটরী নাসিফুল হক নাসিফ, শিল্পাঞ্চল থানা সেক্রেটারী নূর উদ্দিন জাহিদ প্রমূখ।
ড. রেজাউল করিম বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঘরে বসে থাকার সুযোগ নেই বরং আসন্ন নির্বাচনকে ব্যালটের জিহাদ হিসাবে গ্রহণ করে দ্বীন বিজয়ের জন্য ময়দানে সর্বশক্তি নিয়োগ করতে হবে। তাহলে আগামী নির্বাচনে আমরা কাক্সিক্ষত সাফল্য লাভ করতে পারবো।
তিনি বলেন, জামায়াত একটি গণমুখী, আদর্শবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। স্বাধীনতার পর বিগত ৫৪ বছরে আমরা জনগণের কল্যাণে কাজ করে এসেছি। ইসলাম ও গণবিরোধী শক্তি আমাদের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালিয়ে জনগণের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালিয়ে এসেছে। এ জন্য নানা কল্পকাহিনী রচনা ও প্রচার করা হয়েছে। কিন্তু তারা আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি বরং সকল ষড়যন্ত্র ও বাধা-প্রতিবন্ধকতা মোকাবেলা করেই জামায়াতে ইসলামী এখন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে আগামী নির্বাচনে জামায়াতই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তিনি জনগণের ভোটের সুরক্ষা দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহবান জানান।