গোপালগঞ্জ :: গোপালগঞ্জে ইউথ জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রশিক্ষক ছিলেন সময় টিভির রিপোর্টার জয়ন্ত শিরালী ও মাই টিভির জেলা প্রতিনিধি আরিফুল হক আরিফ।
বাংলাদেশ ন্যাজ্যারীন মিশনের পরিচালনায় ও বাংলাদেশ কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রশিক্ষণ গ্রহণ করে এক’শ জন শিক্ষার্থী।
এতে উপস্থিত ছিলেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যাপবস্থাক মিতা সরকার ও সমাজ কর্মী জন শিপন বাড়ৈসহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তারা।