শামসুল আলম , ঠাকুরগাঁও :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও দলীয় কার্যালয় জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন,এছাড়া সভায় বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, মো: আল মামুন আলম, মো: মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মো: মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো: তারিক আদনান, জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদিকা মো: নাজমা বেগম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মো: কামরুজ্জামান কামু, জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিক মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।
পরে জেলার বিভিন্ন উপজেলা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মী ও সমর্থকগণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি শহরের গূরুত্বপূর্ণ সড়ক হয়ে ঠাকুরগাঁও দলীয় কার্যালয় এসে র্যালির সমাপ্তি হয়। র্যালিটি জেলা বিএনপিসহ এর সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।