শামসুল আলম, ঠাকুরগাঁও:: সমাজ বাস্তবতা নিয়ে প্রকৌশলী জিল্লুর রহমানের অসংখ্য কাব্যগন্ধ প্রকাশিত হয়েছে। সত্যিকার অর্থেই তিনি একজন সুদক্ষ্য প্রকৌশলী ও গুনধর লেখক,তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ঠাকুরগাঁও জেলায় কর্মরত আছেন। তার লেখা উপন্যাস ১৮ টি, কিশোর উপন্যাস ৭ টি, গল্পগ্রন্থ’ ২টি, কাব্যগ্রন্থ ১ টি সহ মোট ৩১টি গন্ধ প্রকাশিত হয়েছে ।
তার লেখার মাধ্যমে তিনি সমাজ বাস্তবতার বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তার লেখায় তিনি একজন নারীকে আত্মনির্ভরশীল হওয়া যায় তার কাহিনী তুলে ধরেন,অবহেলার শিকার মানুষের জীবন কাহিনী,বাল্যবিবাহ প্রতিরোধ, মা-বাবার ইচ্ছা কিভাবে সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানো,জলবায়ু পরিবর্তনের হাত থেকে পৃথিবীকে রক্ষা, মা-বাবার অসচেতনতা,আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা,অপরাজনৈতিক স্বীকার,দাম্পত্য জীবনে কলহ,ভন্ডদের মুখোশ উন্মোচন,মানসিক নির্যাতনের শিকার নারীর জীবনকাহিনি ইত্যাদি। আসলেই তিনি তার লেখার মাধ্যমে সমাজের বাস্তবতার বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেছেন।
মোঃ আলআমিন হক,মেহেদি হাসান সহ নামে কয়েকজন শিক্ষার্থী প্রশংসা করে বলেন,তিনি সত্যিই একজন সুদক্ষ্য প্রকৗশলী এবং একজন সত্যিকারের গুণধর লেখক ও কথা সাহিত্যিক ।তিনি তার লেখার মাধ্যমে তিনি সমাজ বাস্তবতার বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেছেন এবং ভন্ডদের মুখোশ উন্মোচন করেছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ হলো, উপন্যাস; দাগ, দুঃখবিলাস, সিক্রেট ডাইরি, খুঁজে ফি খুঁজে ফিরি তাওে, তবুও আমি তোমার, শেষ অধ্যায়, ঘোর, কিশোর উপন্যাস; মাস্টারমাইন্ড, জলবায়ু কন্যা, সেই ছেলেটি, শেষ বিকালের আলতা দিঘি। ছোট গল্প অবলম্বনে “একজন কবি আব্দুর রাজ্জাক” নামে একটি নাটক জনপ্রিয় টিভি চ্যানেল মাছরাঙ্গা এবং “ব্যাপারটা ভয়ংকর ”প্রচাারিত জনপ্রিয় টিভি চ্যানেলে একুশে টিভিতে ।তাছাড়া তার একটি ইউটিউব চ্যানেল আছে।