জিএম কিবরিয়া, দুর্গাপুর, রাজশাহী :: রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল ধাক্কায় নাসির উদ্দীন প্রামাণিক নাসু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
১৪ সেপ্টেম্বর (রবিবার) কিশমতগনকৌড় ইউপির কয়ামাজমপুর বাজারে সন্ধ্যা ৬ টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে। ১৫ সেপ্টেম্বর (সোমবার) রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত বৃদ্ধ মৃত্যু বরণ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , নাসির উদ্দীন (নাসু) কয়ামাজমপুর হান্নান এর দোকান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় তাহেরপুর থেকে আসা এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বৃদ্ধকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আহত বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে। সেখান থেকে রেফার্ড করে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ।
এবিষয়ে দুর্গাপুর থানা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহতের ছেলে
ফজলুর রহমানের আবেদন ক্রমে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু হয়েছে। লাশ হস্তান্তরের কার্যক্রম চলমান।