ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তারেক রেফাত উল্লাহ খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের পক্ষ থেকে নোয়াখালী রিজিয়নের এজেন্টগণ।
মঙ্গলবার, ব্র্যাক ব্যাংকের অনিক টাওয়ারে প্রধান কার্যালয়ে এজেন্টরা সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান।
উক্ত আলোচনায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের সেবার মান উন্নয়ন, শাখার সহায়তা এবং এ চ্যানেলকে আরও কার্যকর ও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক এজেন্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চ্যানেলটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এজেন্ট ব্যাংকিং বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির অগ্রদূত, এবং এর বিকাশে সকল স্তরের সহযোগিতা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান, মো. নাজমুল হাসান, চট্টগ্রাম রিজিয়নের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল ইসলাম, বরিশাল রিজিয়নের কো-অর্ডিনেটর মো. ফয়সাল ইসলাম সহ নোয়াখালী রিজিওন থেকে কবিরহাট আউটলেটের এজেন্ট মো. মমিনুল হক, দাউদকান্দির মাষ্টার এজেন্ট কামাল হোসেন, ছাগলনাইয়ার এজেন্ট আলতাফ হোসেন, কানকিরহাট মাস্টার এজেন্ট মো. মিজানুর রহমান, মহিপালের মাস্টার এজেন্ট জসিম উদ্দিন ফরায়েজী, ফুলগাজীর এজেন্ট শরিফুল ইসলাম, ছাতারপাইয়ার এজেন্ট ইমাম হোসেন, সোমপাড়া এজেন্ট এএম মামুন, পালেরহাটের এজেন্ট ফিরোজ আলম, নুরু পাটোয়ারী এজেন্ট মোঃ রায়হায়, বক্তার মুন্সির এজেন্ট মঞ্জুরুল আলম।