শুক্রবার তিন আগস্ট দুপুরে শিবচর পৌরসভার সিবরায়ের কান্দি কামাল জামান নুরুদ্দিন মোল্লার নীজ বাড়িতে
মাদারীপুর জেলার শিবচরে বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিএনপি’র নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য,মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা স্থানীয় শতাধিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
কামাল জামান মোল্লা বলেন,দলের ভাবমূর্তি উজ্জল করতে এবং দল কে সুসংগঠিত করতে প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছি, গত ১৭ বছর দেশে আসতে দেয় নি ফ্যাসিস্ট আওয়ামী সরকার, ৫ আগস্টের পর জনসভা, কর্মি সভা সহ ৬৫ টি সভা করেছি, দল কে সুসংগঠিত করছি, প্রতিটি ইউনিয়নে শত শত নেতা কর্মিদের সুসংগঠিত করতে সক্ষম হয়েছি, প্রত্যেক টি গ্রামে ৩১ দফার লিফলেট পৌঁছে দিয়েছি, দল যদি আমাকে ধানের শীষের মনোনয়ন দেয় তাহলে আল্লাহর রহমতে এম পি হবো,এবং দল ক্ষমতায় আসলে মাদক, চাদাবাজ ও সন্ত্রাস মুক্ত শিবচর গরবো,শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো, শহীদ জিয়ার স্বপ্ন খাল খনন কৃষির মান উন্নয়ন করবো এবং সাংবাদিক দের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবো, শিবচর কে নতুন করে সাজিয়ে তুলবো।, ধানের শীষের বিজয় আনতে সাংবাদিক দের সহযোগিতা কামনা করছেন, সকল কে ঐক্য বদ্ধ ভাবে তার পাশে থাকবার অনুরোধ করেন।
সাংবাদিক দের প্রশ্নের জবাবে তিনি বলেন দল জাকে নমিনেশন দিবে তার সাথেই কাজ করবেন,ধানের শিষের বিজয় নিশ্চিত করতে দলীয় সিদ্ধান্তে ঐক্য বদ্ধ হয়ে কাজ করবো,বিগত ১৭ বছর জেল খেটেছি, জুলুম নির্যাতন সয্য করছি, দলের সিদ্ধান্তে প্রত্যেক টি কর্মসূচী সফল ভাবে সম্পূর্ণ করেছি আমি আশা করি ধানের শীষের মনোনয় আমি পাবো ইনশাআল্লাহ।