নেত্রকোনা প্রতিনিধি :: নেত্রকোনা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।
সোমবার (১০ অক্টোবর) নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, (পিপিএম) শ্রেষ্ঠ ওসি নূরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পিপিএম রেজওয়ান আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
জানা গেছে, অক্টোবর মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় এ সম্মাননা অর্জন করেন ওসি নূরুল আলম। পাশাপাশি জননিরাপত্তা বিধান ও জনগণের আস্থা অর্জনে তার আন্তরিকতা ও নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি নূরুল আলম আজকের আরবানকে জানান, “পূর্বধলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও কর্তব্য। জনগণের সেবা দিতে আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও গভীর করবে এবং কাজের প্রতি উৎসাহ জোগাবে।”
উল্লেখ্য, তিনি ২০২৫ সালের ৮ মার্চ পূর্বধলা থানায় যোগদান করেন। এর আগে ২০২৫ সালের আগস্ট মাসেও তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।













