শিল্পী বিশ্বাস, গোপালগঞ্জ:: গোপালগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ মাহফিল বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে গোপালগঞ্জ শহরের পুরানো সোনালী ব্যাংক এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এফ’ই সরফুজ্জামান জাহাঙ্গীর মিয়ার আয়োজনে ও তার নিজ বাসভবনে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খান ঝন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ লিটন মিয়া, জেলা শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ, বিএনপি কর্মী রফিকুল ইসলাম’সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













