আইয়ুব আলী ময়মনসিংহ :: জামায়াতের কেন্দ্রিয় সাংগাঠনিক সম্পাদক ড সামিউল হক ফারুকী বলেছেন, জাতিয় নির্বাচন এবং গনভোট একই সংগে মোটেও গ্রহনযোগ্য হতে পারে না। বরং দুটি নির্বাচনকেই বিঘ্নিত করবে বিশৃখলা তৈরি করবে। আমরা দাবি করেছিলাম গনভোট আলাদা করতে হবে । কিন্তু সরকার কার ইশারায় কার ইঙ্গিতে কার পরামর্শে একি দিনে গনভোট ও জাতিয় নির্বাচনের আয়োজন করছে তা আমাদের বোধগম্য নয়। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি আরও বলেন, এখনো সময় আছে দ্রুত উদ্যেগ নিয়ে সংসদ নির্বাচনের আগেই গনভোট করতে হবে নচেৎ নির্বাচন গ্রহনযোগ্য হবে না। তিনি আরও বলেন, কিন্তু সরকার কার ইশারায় কার ইঙ্গিতে কার পরামর্শে একি দিনে গনভোট ও জাতিয় নির্বাচনের আয়োজন করছে তা আমাদের বোধগম্য নয়। তিনি আরও বলেন, পাচদফা দাবীতে আট দলের আন্দোলন খুব যৌক্তিক দাবী । কিন্তু যৌক্তিকদাবীগুলো মানার ক্ষেত্রে সরকার নানা অজুহাত তৈরি করছে। দ্রত দাবী মেনে নিয়ে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারের কাছে দাবী জানিয়ে জামায়াতের এই নেতা আরও বলেছেন, আটদল নির্বাচনের আগে গনভোটের দাবী জানিয়ে আসছে । যেহেতু জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার মত পরিবেশ নাই তাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গনভোটের আয়োজন করতে হবে। তিনি আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে “নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের প্রকাশ্য বিচার ও রায় দ্রুত বিচার কার্যকর, এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের বিষয়ে সাংবাদিক সন্মেলনে এইসব কথা বলেন । সাংবাদিক সন্মেলনে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি ডা নাসির উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অক্ষ শহীদুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হক, বিডিপির জেলঅ সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রমুখ।
ফারুকি আরও বলেন, বাকশালের মত একটি বলয় তৈরি হয়েছে। আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্ত তাদের দোষর সহযোগী জাতিয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম এখনে নিষিদ্ধ করা হয় নাই । তাদের কার্যক্রম নিষিদ্ধ করা না হলে তাদের ঘারে চরে ফ্যাসিষ্টরা আবার জাতিকে বিশৃখলার দিকে নিয়ে যেতে পারে। কাজেই ফ্যাসিষ্টদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করা ছাড়া আগামী নির্বাচন অর্থবহ হতে পারে না।














