দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি গ্লোরিয়াস আইটি গতকাল রবিবার তাদের গৌরবময় ১১ বছর পূর্তি উদযাপন করেছে নানা আয়োজনের মধ্য দিয়ে। রাজধানী ঢাকা ও খুলনায় অবস্থিত প্রতিষ্ঠানটির দুটি শাখায় দিনব্যাপী ছিল আনন্দঘন পরিবেশ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় পর্ব।
২০১৪ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করা গ্লোরিয়াস আইটি আজ দেশের প্রযুক্তিখাতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সারাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস ও শিল্পপ্রতিষ্ঠানকে কাস্টমাইজড একাউন্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস প্রদান করে আসছে। তাদের তৈরি সফটওয়্যার সমাধান ইতোমধ্যেই হাজারো উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ডিজিটাল অগ্রযাত্রায় এগিয়ে যেতে সহায়তা করছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (CEO) অনুষ্ঠানে বলেন, “আমরা গ্লোরিয়াস আইটিতে বিশ্বাস করি — প্রযুক্তি কেবল পণ্য নয়, এটি সেবার একটি রূপ। আগামীতে আরও আধুনিক প্রযুক্তি ও ব্যবহারবান্ধব সফটওয়্যার সমাধান নিয়ে দেশীয় বাজারে নতুন দিগন্ত উন্মোচন করাই আমাদের লক্ষ্য।”
গ্লোরিয়াস আইটি বর্তমানে ঢাকা ও খুলনায় দুটি শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন অধিদপ্তর, হাইটেক পার্ক কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
গত ১১ বছরে প্রতিষ্ঠানটি শতাধিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং দেশের আইটি সেক্টরে নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখছে। গ্লোরিয়াস আইটির কর্মকর্তারা জানান, আগামী বছরগুলোতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার এক্সপোর্টের ক্ষেত্রেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, পার্টনার ও কর্মীদের মধ্যে স্মারক বিতরণ করা হয়। সবাই গ্লোরিয়াস আইটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে তাদের অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।













