শিল্পী বিশ্বাস, গোপালগঞ্জ:: গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামের প্রান্তিক কৃষক তোষারেক মোল্লার জীবন হঠাৎই থমকে যায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে। এক রাতের আগুনে পুড়ে যায় তাঁর ছোট্ট ঘর, নষ্ট হয়ে যায় সঞ্চয়ের সামান্য জিনিসপত্র—হারিয়ে যায় বহু বছরের পরিশ্রমের ফল। স্ত্রী-সন্তানকে নিয়ে এখন তিনি দাঁড়িয়ে আছেন একদম শূন্যতায়। চোখে অশ্রু, মনে অনিশ্চয়তা—আগামী দিনের পথ কোনদিকে?
এই দুর্যোগের মুহূর্তে যিনি প্রথম এগিয়ে এসে আশার আলো দেখালেন, তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সাউথ বাংলা কম্পিউটারস-এর স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। মানবতার প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ তাঁকে আবারও প্রমাণ করেছে—একজন মানুষও অনেক মানুষের আশার আলো হতে পারে।
লুটুল সাহেব শুধু সাহায্যই করেননি, দিয়েছেন মানসিক শক্তিও। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি তোষারেক মোল্লার পরিবারের পাশে আছি, থাকবো।” তাঁর এই আন্তরিক উদ্যোগ সেই পরিবারটির মুখে নতুন করে হাসি ফোটিয়েছে, ফিরিয়ে দিয়েছে বেঁচে থাকার সাহস।
এখন প্রয়োজন আমাদের সবার সম্মিলিত সহযোগিতা। তোষারেক মোল্লার পরিবার যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে ছোট একটি সাহায্যও হতে পারে তাদের নতুন জীবনের ভিত্তি। আমরা যদি প্রত্যেকে মানবতার হাত বাড়াই, তবে এই পরিবারটি আবার দাঁড়িয়ে যেতে পারবে নিজেদের শক্তিতে।
আসুন, আমরা লুটুল ভূঁইয়া মতো সবাই এগিয়ে আসি কারণ একসঙ্গে দাঁড়ালে কোনো মানুষ কখনো একা হয় না।














