আরিফুল হক আরিফ , গোপালগঞ্জ:: গোপালগঞ্জের খ্রিষ্টান পরিবারের উপর হামলার ১ নং আসামি কৃষি অফিসার পরিচয় দানকারী ভূমিদস্যু নিতাই চন্দ্র বিশ্বাস কারাগারে।
নিতাই চন্দ্র বিশ্বাস, পিতা : মৃত অমুল্য কুমার বিশ্বাস, গ্রাম- ভাদুলিয়া, পোস্ট-ঘোনাপাড়া, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ, কাশিয়ানি উপজেলা কৃষি অফিসে স্প্রেয়ার ম্যাকানিক হিসেবে কর্মরত। তিনি বিভিন্ন সময়ে কাশিয়ানি উপজেলার কৃষি অফিসার পরিচয়ে সরকারি ও রেল সম্পত্তি পরিবারের বিভিন্ন সদস্যদের নামে বরাদ্দ নিয়ে বিগত সরকারের ছত্রছায়ায় দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সম্প্রতি ১লা নভেম্বর বালিয়ার একটি খ্রিষ্টান চার্চের রেলের জায়গা দখল করতে গেলে চার্চের লোকজন বাধা প্রদান করলে তিনি ক্ষিপ্ত হয়ে বেশ কিছু লোকজনের যোগসাজসে চার্চে হামলা করে, ২ জনকে গুরুতর জখমসহ চার্চে থাকা দানের নগদ টাকা নিয়ে যায়। এ বিষয়ে অভিযোগ, ৪ জনকে চিহ্নিত ও বাকি ১০/১৫ জনকে আসামি করা হলেও জেলা ম্যাজিস্ট্রেট ২৬/১২/২০২৫ তারিখে ঘটনার প্রাথমিক সত্যতার ভিত্তিতে ১ নং আসামি নিতাই বিশ্বাসকে জেলহাজতে প্রেরণ করেন।
গণমাধ্যম কর্মীদের এক সাক্ষাৎকারে কাশিয়ানী কৃষি কর্মকর্তা কাজে এজাজুল করিম বলেন, কাশিয়ানি উপজেলা কৃষি অফিসে স্প্রেয়ার ম্যাকানিক হিসেবে কর্মরত আছেন, আমার জানা মতে কোনো সরকারি কর্মকর্তাও কর্মচারী ফৌজদারি মামলায় জেল হাজতে গেলে চাকরি থেকে সাময়িকভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে আবার ওই মামলা নির্দোষ প্রমাণিত হলে চাকরি ফিরে পায়।














