গফরগাঁও (ময়মনসিংহ):: ময়মনসিংহ-১০(গফরগাঁও) সংসদীয় আসনে নতুন মাত্রা যোগ করেছে স্বতন্ত্র প্রার্থী হাস মার্কার আলহাজ এবি ছিদ্দিকুর রহমানের বিশাল জনসভা। স্থানীয় প্রভাবশালী নেতা আলহাজ মুশফিকুর রহমানের আহ্বানে গফরগাঁও মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে সৃষ্টি হয় অভূতপূর্ব জনসমাগম।
জনসভা শুরুর বহু আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ মিছিলসহ মিনি স্টেডিয়ামে জড়ো হন। নারী-পুরুষ, তরুণ-যুবক, কৃষক, শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।
সভায় সভাপতিত্ব করে বক্তব্য রাখেন আলহাজ মুশফিকুর রহমান। তিনি বলেন, “এই জনসমাগম প্রমাণ করে গফরগাঁওয়ের মানুষ পরিবর্তন চায়। হাস মার্কা আজ সাধারণ মানুষের আশা ও আস্থার প্রতীক। উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।”
প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী আলহাজ এবি ছিদ্দিকুর রহমান বলেন, “আমি ক্ষমতার রাজনীতিতে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে যারা গফরগাঁওকে অবহেলা করেছে, আজ এই জনতার জোয়ারই তার জবাব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ সার্বিক উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে দুর্নীতি, দখলদারিত্ব ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
হাস মার্কার বিপুল জনসমাগম দেখে হাস মার্কার প্রতিপক্ষ দল হাস মার্কার সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে হাস মার্কার কয়েকজন সমর্থক গুরুতর আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এসব ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সমাবেশ চলাকালে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় লক্ষাধিক মানুষের ভিড়ের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এসডি টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান সাংবাদিক মো: মোফাজ্জল হোসেন মিছিলের পেছন দিক থেকে হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সমাবেশে আবেগঘন বক্তব্যে বক্তারা বলেন, “আমি আপনাদের সন্তান আমি ফজলুর রহমান সুলতান, আমি সিদ্দিকুর রহমান, আমি মুশফিকুর রহমান।”
এ সময় গফরগাঁও বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম ফজলুর রহমান সুলতানের অবদান স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়।
আবেগঘন ও জ্বালাময়ী বক্তব্যে আলহাজ মুশফিকুর রহমান বলেন, “গফরগাঁও ও পাগলা বাঁশি আমাকে ছেড়ে যাইয়েন না। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথেই আমার রাজনীতি।”
সমাবেশ শেষে হাস মার্কার সমর্থনে একটি বিশাল মিছিল গফরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসমাবেশ ও পরবর্তী ঘটনাপ্রবাহ গফরগাঁওয়ের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।














