শামসুল আলম,ঠাকুরগাঁও:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক জিয়া বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং এনজিও’র ঋণ সরকারের পক্ষ থেকে শোধ করা হবে।
৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান ফাযিল মা্দ্রাাসা এলাকায় বিএনপি কতৃক আয়োজিত এক নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আমরা ক্ষমতায় আসলে এক কোটি বেকারকে ১৮ মাসের মধ্যে চাকুরী ব্যবস্থা করা হবে। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে এবং কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড করা হবে।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও প্রসঙ্গে বলেন, ক্ষমতাই গেলে ঠাকুরগাঁওয়ে ইপিজেড,বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হবে। এ অঞ্চলের গভীর নলকূপগুলো সংস্কার ও রাস্তাঘাটের উন্নয়ন করা হবে ।ইমাম ও মুয়াজ্জিনের ভালো সম্মানী প্রদান করা হবে। ।বিএনপি কথাই বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী।
জামায়াত প্রসঙ্গে তিনি আরোও বলেন, জামায়াতের লোকজন ্এখন বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার চাচ্ছে। বিকাশ নাম্বার দিয়ে আমার ভোটারের ভোট কিনতে চাচ্ছে। ক্ষমত্ইা যাওয়ার জন্য তারা এখন বেহশেস্তের টিকিট বিক্রি করছে। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এটা কি ঠিক? ঠিক না তাইনা? । আমার মনে হয় ধর্মের নামে এভাবে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না।
মির্জা ফখরুল আরো বলেন, অনেক লড়াই সংগ্রাম করে আমরা এ পর্যন্ত এসেছি। আমি আপনাদের সাথে ১১ বার জেল খেটেছি। সাড়ে তিন বছর জেল খেটেছি। কেন জেল খেটেছি জানেন? ভেটের জন্য,কথা বলার অধিকারের জন্য। তাই আমরা দেশটাকে উন্নত করার চেষ্ট করব। তাই আমদের চোর মাফিয়াদের ডাকাতদের হাত থেকে দেশ টাকে বের করতে হচ্ছে।













