গত ২৫ নভেম্বর “দুর্গাপুরে টাকা ছাড়া কাজ করেনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল এই শিরোনামে জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ।
এক প্রতিবাদ পত্রে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা যার বাস্তবিক কোন ভিত্তি নেই। এই উপজেলায় যোগদানের পড় থেকে সুনামের সাথে কাজ করে চলেছি। কেউ আমার কোনো দুর্নীতি, অসদাচরণ, অসহযোগিতার প্রমাণ দিতে পারবে না। একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা না হওয়াতে আমার নামে অপপ্রচার চালিয়েছে। মানহানী ঘটানোর জন্য অশুভ চেষ্টা চালাচ্ছে। প্রকাশিত মিথ্যা সংবাদটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবেদকের বক্তব্য
আমি তথ্য প্রমাণ সহ সংবাদটি প্রকাশ করেছি। পরবর্তীতে ভুক্তভোগীরা তাদের বক্তব্য পরিবর্তন করে, মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উক্ত কর্মকর্তার বক্তব্যকে সমর্থন করেন।