মো: আরিফ:: ভোলা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৭ জন আহত হয়েছেন। ৩১ মার্চ রোজ সোমবার সন্ধ্যা ৭টির দিকে এই ঘটনা ঘটে ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোসাঃ মনি বেগম(৩৫), মোঃ সাগর(২০), দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং
মোঃ এমরান, শরীফ উদ্দিন, মাসিম, রাব্বি, রুনু বেগমসহ আহত ব্যক্তির দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান ইদ্রিস মালের নেতৃত্বে বে-আইনী জনতাবদ্বে দেশি অস্ত্র সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে মনি বেগমকে মাথায় আঘাত করে ও উপরোক্ত ব্যক্তিদের ওপর এলোপাথারি হামলা চালায় মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপঃ সহকারী পুলিশ পরিদর্শক মোঃ সালেহ উদ্দিন কাওছার ঘটনাস্থল পরিদর্শক পরিদর্শন করেছেন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’