মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা :: খাদ্য মানুষের সকল ধরনের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। তাই সঠিক উপায়ে শস্য উৎপাদন ও খাদ্য তৈরি করা বাঞ্ছনীয়। আর এ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালত বদ্ধপরিকর।
নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার (১ জুলাই) বিকেল পাঁচটা থেকে বরগুনা শহরের বিভিন্ন খাবার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
বিশুদ্ধ খাদ্য আদালত, বরগুনা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বরগুনা জেলা শাখার উদ্যোগে ভ্রাম্যমান এ আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযানের নেতৃত্ব দেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্।
অভিযানে চারটি খাবার হোটেল এবং একটি বেকারির কারখানায় খাদ্যে ভেজাল দেয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আটক করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারা অনুযায়ী তিন প্রতিষ্ঠানের মালিক/ম্যানেজারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তিনজনকে জেল হাজতে প্রেরন এবং একটি প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৯ ধারায় এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
এ অভিযানের সাথে ছিলেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বরগুনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনেন্ট এর সাব লেফটেন্যান্ট সাকিল, বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন, পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল।