মাগুরা : মাগুরা জেলা কারাগারের উদ্যোগে মাদ্রাসায় অধ্যায়নরত শিশুদের মধ্যে মৌসুমি ফলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ জুন) মাগুরা জেলা কারাগার কর্তৃপক্ষ স্থানীয় রাহমানিয়া আরাবিয়া এতিমখানা ও হেফজখানার এতিম শিশুদের মধ্যে এসব উপহার বিতরণ করে। মৌসুমি ফলসহ বিভিন্ন উপহার পেয়ে মাদ্রাসার শিশুরা বেশ খুশি হয়েছে।
মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দারের নেতৃত্বে এতিম শিশুদের হাতে তুলে দেওয়া হয় মৌসুমি ফল পাকা আম, কাঁঠালসহ চাল, মসুর ডাল, গরুর দুধ ও মিষ্টান্ন। এ সময় শিশুদের মুখে হাসি ফোটে, সৃষ্টি হয় আনন্দঘন এক পরিবেশ।
মৌসুমি ফল ও খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের জেলার আবিদ আহমেদ, ডেপুটি জেলার জাহিদ হাসান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ।
জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, আমরা শুধু বন্দিদের নিরাপত্তা ও পুনর্বাসন নিয়ে কাজ করি না, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। এতিম শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এই সহায়তা কার্যক্রমে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারি দপ্তরগুলোর এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।