শামসুল আলম, ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক ।১৪ই জুলাই বেলা সদস্য ঘটিকার দিকে ঠাকুরগায়ের রানিশংকর উপজেলার মধ্য ভান্ডারা নামক স্থানে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজন নাটক মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় | এলাকাবাসীর তথ্য মতে আটককৃত ব্যক্তি কৃষ্ণ শীল তার বাড়ি হতে দীর্ঘদিন যাবত ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি বিক্রি করে আসছিলেন | এ ধরনের মাদক ব্যবসার ফলে যুবসমাজ মাদকাসক্ত হওয়া অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছিল |
সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তার বাসভবনে তল্লাশি চালানো হয় এবং মাদকসহ অন্যান্য দেশীয় অস্ত্র পাওয়া যায়। আসামি এবং প্রাপ্ত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে একটি ভ্রাম্যমাণ আদালত অনুষ্ঠিত হয় এবং মাদক ব্যবসায়ী কৃষ্ণ শীল কে ১ বছরের কারাদণ্ড এবং ৭৫০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে ইয়াবা, মাদক সেবনের জন্য এক রোল অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, ২৭ টি ভাঁজ করা ফয়েল পেপার. ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয় | মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানা যায় |