আইয়ুব আলী ময়মনসিংহ :: ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে অবস্থিত একটি জরাজীর্ণ বাড়ি ভেঙ্গে ফেলা হচ্ছে। বাড়িসহ জমির মালিক বাংলাদেশ শিশু একাডেমি। ভবনটি ব্যবহারের অনুপযোগী বিধায় ভেঙে সেখানে সরকারীভাবে বহুতল ভবন নির্মানের প্রস্ততি চলছে। কিন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা সমালোচনা করছেন বাড়িটি সত্যজিত রায়ের পুর্বপুরুষের।
এবিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাশক মুফিদুল আলম বলেন, ২০০৮ সালে বাড়িসহ জমি নিয়ম মেনে শিশু একাডেমির নামে বন্দোবস্ত নেওয়া হয়েছে। এর পর ভবনটি কিছুদিন ব্যবহারের পর ঝুকিপুর্ন হওয়ায় অনত্র অফিস ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে। পরে২০১৮ সালে পুকুর ও ভবনসহ ২৪ শতাংশ জমি-বাড়ি একাডেমির নামে নামজারি করে খাজনা আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির কোন সুযোগ নাই। জমিটির অবস্থান ময়মনসিংহ টাউন মৌজা। দাগ নং ৩৭৮১, ৩৭৮৪ ও ৩৭৮৫, যাহার খতিয়ান নং ১০৯২৩।