জিএম কিবরিয়া রাজশাহী :: রাজশাহীতে “জুলাই শহিদ ও গণঅভ্যুত্থান দিবস” এবং জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রক্তদান কর্মসূচী ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার (২৮জুলাই) বেলা ৯.৩০টার সময় নগরীর “হাজী মুহাম্মদ মহাসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে” রাজশাহী সিভিল সার্জনের উদ্যোগে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল ক্যাম্প কর্মসূচীতে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান, ১শত ৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ৪০ জনের যক্ষা নির্ণয় এছাড়াও ২ জন সেচ্ছায় রক্তদান করেছেন।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা চিকিৎসা সেবা নিয়েছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী
বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, রাজশাহী সিভিল সার্জন ডাঃ এস,আই, এম, রাজিউল করিম। আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাহবুবা খাতুন।
এছাড়াও মেডিকেল ক্যাম্পিয়ে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (স্বেচ্ছাসেবী) রাজশাহী সিটি ইউনিটের একটি টিম।
উক্ত ক্যাম্পে মেডিকেল টিম, বিশেষজ্ঞ টিমের সহযোগিতায় বিপুল সংখ্যক রোগকে বিনামূল্য স্বাস্থ্য সেবা দেওয়া হয়।