খাইরুল ইসলাম:: দীর্ঘ প্রায় ১১ বছর পর নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পাবলিক হলে সদর উপজেলা বিএনপির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মিলনটি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ ওয়ারেছ কলী মামুন ।
অন্যান্যদের মধ্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব আকন্দ সহ – ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনি, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হেলালী, বিএনপি নেতা এডভোকেট নুরুজ্জামান নুরু, আব্দুল মান্নান তালুকদার, আরিফা জেসমিন নাহিন,অ্যাডভোকেট খুরশেদ আলম মিয়া,অ্যাডভোকেট মাহফুজুলহক,এস এম মনিরুজ্জামান দুদু, আবু তাহের তালুকদার, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি,ছাত্রদল নেতা অনিক মাহবুব চৌধুরী সহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৫২ জন কাউন্সিলের এর বিপরীতে সভাপতি পদে ২ জন তাজেজুল ইসলাম ফারাস সুজাত। ও মজিবর রহমান খান এবং সাধারণ সম্পাদক পদে ২ জন তাইজুদ্দিন ফারাত সেন্টু ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করেছেন।