শামসুল আলম,ঠাকুরগাঁও:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে।শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০ টায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সারজিস সাংবাদিকদের এ কথা বলেন।
এনসিপির মুখ্য সংগঠক অভিযোগ করেন, আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে না। দলটির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।
শাপলা প্রতীকের বিষয়ে সারজিস জানান, এনসিপির প্রতীক যদি হয় তাহলে সেটি শাপলাই হবে। এ শাপলা প্রতীক দিয়েই আগামী নির্বাচনে তারা অংশ নিতে চান। যদি নির্বাচন কমিশন এটি নিয়ে তাদের স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে তাহলে এনসিপি তা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, আমরা মনে করি পিআর উচ্চকক্ষে প্রাসঙ্গিক। কিন্তু এ মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো অবস্থা নেই।
ছাত্রদল প্রসঙ্গে সারজিস বলেন, পঞ্চগড় জেলায় স্কুল পর্যায়ে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে৷ ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যায়ে কমিটিকে প্রত্যাখান করছে এনসিপি। এমন রাজনীতির মাধ্যমে পরবর্তী প্রজন্ম কলুষিত শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠবে৷
এসময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান সম্বনয়কারী মোসলেম উদ্দীন,রাণীশংকৈল উপজেলার প্রধান সমন্বয়কারী শাহাজান বিশ্বাসসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷