হলধর দাস, নরসিংদী :: নরসিংদী’র লোকজন ভূমিকম্প আতংকের মধ্য দিয়ে দিন যাপন করছে। ভূমিকম্পের আতংকে তারা এখন দিশেহারা। কখন আবার ভূকম্পন ঘটে, সেই আতংকে লোকজন এখন শঙ্কাগ্রসৃথ । শুক্রবার মাঝারি মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর গত শনিবার আরো তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে সমগ্র নরসিংদী জেলা। এই আতংকেই গত শনিবার রাতে মানুষজন ঘর বাড়ী ছেড়ে রাস্তায় এসে রাত্রিযাপন করেছে। নরসিংদী শহরে আতংকগ্রস্থ লোকজন এখন কিংকর্তব্য বিমুঢ় হয়ে পড়েছে। ছিল ঘরবাড়ি লুটপাটেরও আশংকা। তবে কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
গতকাল রবিবার(২৩/১১/২০২৫)নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ নীহার রঞ্জন দাস জানান, শুক্রবারের ভূমিকম্পের পর দেখা গেছে তার ইন্সটিটিউটের চতুর্থ ও পঞ্চম তলায় ফাটল দেখা দিয়েছে। এব্যাপারে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
ভূমিকম্পে ইন্সটিটিউটে শিক্ষার্থীরাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আতংকের মধ্যে আছেন। কখন জানি আবার ভূকম্পন হয়।
এদিকে রবিবার(২৩/১১/২৫) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ভূমিকম্পে জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া, শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ কলিমুল্লাহ, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম প্রমুখ।













