বিনয় চাকমা, রাঙ্গামাটি :: পার্বত্য চট্টগ্রাম চুক্তি যখন করেছি সেই চুক্তি আজ হোক বা কাল হোক পরিপূর্ণ বাস্তবায়ন করে ছাড়বো। হতাশ হলে চলবেনা। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকার যদি চুক্তি বাস্তবায়ন না করে তাহলে সম্মিলিত ভাবে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে চুক্তি বাস্তবায়ন করার জন্য সরকারকে বাধ্য করতে হবে।
গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে রাঙ্গামাটি শহরে জিমনেসিয়াম মাঠে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার এ কথা বলেন।
পাহাড়ি জুম্ম জনগণ এদেশেরই নাগরিক, এরা ভিনদেশী নয়। তাই এখানকার পাহাড়ি জনগণের অধিকার মানেই মানবাধিকার, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে।
চুক্তি বিরোধী বা যারা চুক্তি বাতিল করতে চাই তাদের উদ্দেশ্যে উষাতন বলেন, পার্বত্য চুক্তি বাতিল মানে ওরা কি বুঝে, চুক্তি বাতিল অর্থ সেই ১৯৯৭ সালে ফিরে যাওয়া। আপনারা কি বলেন আমাদেরকে সেখানে ফিরে যেতে, যদি না ই বলেন তাহলে আসুন শান্তিপূর্ণভাবে আলাপ-আলোচনা করি। আপত্তিতো নাই। কিন্তু আমরা যদি সেই ১৯৯৭ এ ফিরে যায় তাহলে পাহাড়ে কেউ ভাল থাকবেনা বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন ঊষাতন তালুকদার।
পার্বত্য অঞ্চলে যে সন্ত্রাসী কর্মকান্ড ও অবৈধ অস্ত্রের বিষয়ে অনেকেই পিসিজেএসএস কে দোষারোপ করতে দেখা যায় যে ভাল ভাল অস্ত্র গুলি ফেলে রেখে এসেছি। কিন্তু আমরা হলপ করে বলতে পারি আমরা একটি বুলেট ও একটি অস্ত্রও ফেলে রেখে আসিনাই। পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম থাকলে সেজন্য সরকার দায়ী বলে বলেন ঊষাতন।
ঊষাতন তালুকদার আরো বলেন, যখন ১০ই ফেব্রুয়ারী ১৯৯৮ সালে খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র জমাদানের সময় চুক্তি বিরোধীরা কালো পতাকা উড়িয়ে স্লোগান দিতেছিল যে, এই চুক্তি মানিনা, মানবোনা, এই চুক্তি কালো চুক্তি। তখন সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই উপস্থিত ছিলেন। অথচ পরবর্তীতে সেই চুক্তিবিরোধীদের সরকারই আশ্রয় প্রশ্রয় দিয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
আগামীতে যদি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে জনসংহতি সমিতি সেই নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে তিনি জানান।
তিনি পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের স্বার্থে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্কবায়নের জন্য সরকারকে উদাত্ত আহবান জানান।
পিসিজেএসএস এর রাঙ্গামাটি জেলা কমিটি কর্তৃক আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন পিসিজেএসএস এর জেলা কমিটির সভাপতি গঙ্গামানিক চাকমা। এতে বক্তব্য রাখেন এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মনি চাকমা, পিসিজেএসএস এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুনির্মল দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি রোমেন চাকমা।
এ গণসমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকা থেকে শতশত নারী পুরুষ ব্যানার ও মিছিলসহকারে যোগদান করেন।














