শামসুল আলম,ঠাকুরগাঁও :: “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
দিবসটির শুরুতেই মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়।
পরে সেখানেই মানববন্ধন কর্মসূচি পালন করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন ।সভায় স্বাগত বক্তব্য দেন দুদকের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন বিশ্বাস, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ। দুদকের উপসহকারী পরিচালকপরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
সভায় দূর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া র্যালিতে অংশগ্রহণ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগ , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঠাকুরগাঁও এলজিইডি, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, ঠাকুরগাঁও পৌরসভা, বিএমডিএ অফিস, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস সহ ঠাকুরগাঁওয়ের সকল সরকারি বেসরকারি অফিস র্যালিতে অংশগ্রহণ করেন ।














