শামসুল আলম, ঠাকুরগাঁও- ঠাকুরগাঁও জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর উদ্যোগে প্রায় ৫ শত হতদরিদ্র ও মাদ্রাসার এতিমদের মাঝে জনপতি মাত্র ৫ টাকার বিনিময়ে শীতবস্ত্র লেপ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বেলা দুপুরে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘জুলুম বস্তি (সহায়) দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে।
এই ধরনের কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
লেপ পেয়ে মাদ্রাসার শিক্ষার্থী আরিফ বলেন, “আমার বাবা নেই, তাই রাতে আমাকে কাঁথা কম্বল নিয়ে ঘুমাতে হতো। কিন্তু আজকের লেপ পেলাম, এখন থেকে আমি অনেক সুন্দর করে রাতে ঘুমাতে পারব। ”
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশেষজ্ঞ ডা. শুভেন্দু কুমার দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, এছাড়া সহায় (জুলুম বস্তির) আরাফাত হোসেন সাগর, সহায় এর আহ্বায়ক শামিমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন সাগরসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। কনকনে এই শীতের মধ্যে জুলুম বস্তি সংগঠনের লেপ পেয়ে খুশি হন শীতার্তরা।