মো: সানাউল্লাহ্ রিয়াদ, বরগুনা :: কৃষিতে দিনদিন নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে, আমরা এই সকল প্রযুক্তি যদি কৃষকদের মাঝে ধরিয়ে দিতে পারি, তাহলে একসময় কীটনাশকের ব্যবহার অনেকাংশে কমে আসবে। একই সাথে আমরা বিষমুক্ত সুস্থ ধারার উৎপাদনের মাধ্যমে কৃষি খাদ্য গ্রহণ করতে পারব। তাছাড়া দেশে উৎপাদিত কৃষি পণ্যের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে যে প্রশিক্ষণ কিংবা পরামর্শ দেয়া হবে; নিশ্চয়ই তা কৃষক ভাইয়েরা মাঠ পর্যায়ে কাজে লাগাবেন।”
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এসব কথা বলেন।
তিনি বলেন- “খাদ্যের চাহিদা মিটাতে হলে কৃষিতে উৎপাদন ব্যবস্থায় উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কৃষিতে ব্যপক উন্নয়ন সাধন করেছি। আর এর পেছনে যাদের মূখ্য ভূমিকা ছিলো, তারা হলেন আমাদের কৃষাণ-কৃষাণী। এরই ধারাবাহিকতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তৈরি হয়েছে। আমরা এই স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষিতে গতানুগতিক যে চর্চাগুলো করি, সে চর্চা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারব। কৃষিতে কেবল উৎপাদন করলেই চলবে না, উৎপাদিত যে ফসলগুলো সেগুলো যেনো অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি না হয়, এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা পরিষদ হল রুমে রোববার (২৯ জুন) সকাল ১০ টার দিকে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো: সিএম রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াসির আরাফাত রানা, বরগুনা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আবু জাফর মো: সালেহ।
বরগুনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবিহা রহমান এর সঞ্চালনায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” এর কর্মকান্ড নিয়ে স্বাগত বক্তব্য রাখেন- বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হোমিও চিকিৎসক ডাঃ মোঃ মিজানুর রহমান, জাগোনারীর প্রতিনিধি সত্যজিৎ রায়, কৃষকদের মধ্য থেকে অভিজ্ঞতা বিনিময় করেন- ড্রাগন চাষী আব্দুল্লাহ আল নোমান ও নারী উদ্যোক্তা মাশরুম চাষী জিনিয়া আক্তার।
“পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন পর্যায়ের কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে কয়েকটি স্টলে বরগুনার কৃষকদের উৎপাদিত হরেক রকম বিষমুক্ত ফল প্রদর্শণ করা হয়।