হলধর দাস, নরসিংদী :: নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, ” সাপ্তাহিক বর্তমান যোগাযোগ ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (৪৫) বুধবার(২/৭/২৫) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন।
তিনি শিবপুরের দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক (লাইব্রেরিয়ান) ছিলেন।
তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ ৬ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার বাদ আছর শিবপুর উপজেলার কারারচর মানমুদাবাদ মসজিদ মাঠে তার নামাজে জানাজা হয়।
জানাযা শুরুর আগে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসার, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূইয়া, সাবেক সভাপতি মোর্শেদ শাহারিয়ার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ, দৈনিক খোজখবর সম্পাদক মঞ্জিল এ মিল্লাত, প্রধান শিক্ষক আব্দুল বাছেদ প্রমুখ।
পরে তার লাশ গ্রামের বাড়ি মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাদ এশা দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।