জামায়াত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে- ডা. এস এম খালিদুজ্জামান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের উদ্দ্যোগে বৃহস্পতিবার মহাখালী ৭ তলা বস্তিতে *অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান ও খাবার বিতরণ কর্মসূচী* অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বারবার বস্তি এলাকায় অগ্নিকান্ড সংগঠিত হচ্ছে,এটা পরিকল্পিত কোনো ঘটনা কি না? সেটা খতিয়ে দেখতে হবে।জামায়াতে ইসলামি আগামীতে ক্ষমতায় আসলে বস্তি এলাকায় টেকসই উন্নয়ন এর মাধ্যমে এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন করা হবে।তিনি আরও বলেন,জামায়াতের আমীর একজন মানবিক মানুষ। আগামীতে আমীরে জামায়াতের নেতৃত্বে সরকার গঠন হলে এ দেশের মানুষকে সাথে নিয়ে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা হবে।মানুষের মৈলিক অধীকার খাদ্য,বস্ত্র,শিক্ষা,চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়া হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের শূরা সদস্য ও বনানি থানা আমীর মিজানুর রহমান খান,গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদ,ঢাকা-১৭ আসনের নির্বাচন সমন্বয়ক ডা.শফিকুল ইসলাম জুয়েল,বিশিষ্ট সমাজসেবক আনোয়ার এলাহি,মহাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাও: ওমর ফারুক মুজাহিদী ও ঢাকা -১৭ আসনের প্রচার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।