ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির যৌথ উদ্যোগে ` Strengthening Industry-Academia Partnership in Healthcare and Material Science’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উদ্বোধনী অনুষ্ঠানে এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য দেন ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির।
সিম্পোজিয়ামে চারটি সায়েন্টিফিক সেশন ও একটি পোস্টার সেশনের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, দেশের শীর্ষ ৩০টি ওষুধশিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদল এবং সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
মোট ৪৬ জন গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন। ৪০ জন তরুণ গবেষক সাম্প্রতিক গবেষণা নিয়ে পোস্টার প্রেজেন্টেশনে অংশ নেন। এছাড়া ডিএএডি’র দুইজন প্রতিনিধি জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. মো. আসলাম হোসেন সিম্পোজিয়ামের আহ্বায়ক এবং অধ্যাপক ড. শিমুল হালদার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ সিম্পোজিয়ামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী সহযোগিতার নতুন দিগন্ত উন্মেচিত হবে বলে আশা করা হচ্ছে।