আইয়ুব আলী ময়মনসিংহ :: আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমির মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম এবং একাডেমির পক্ষে স্বাক্ষর করেন সভাপতি মালা রাণী সরকার এবং সাধারণ সম্পাদক ও কোচ জুয়েল মিয়া।
আজ বুধবার (১৮ মে) বেলা এগারটায় আইএফআইসি ব্যাংক পিএলসি ময়মনসিংহ প্রধান শাখায় সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস, মোঃ রফিকুল ইসলাম বলেন, নতুন এই সমঝোতার মাধ্যমে ব্যাংকটি খেলোয়াড়দের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার এবং অবকাঠামোগত সহায়তা প্রদান করবে, যাতে এখানকার মেয়েরা অনুশীলনে আরও মনোযোগ দিতে পারে ও আরও সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, “এই মেয়েরা কেবল খেলোয়াড় নয়, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো মানে জাতির ভবিষ্যতে বিনিয়োগ করা। তিনি আরও বলেন,এই উদ্যোগ শুধু একটি চুক্তি নয়, এটি ক্রীড়াঙ্গনে নারীদের ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার পথে এক সাহসী পদক্ষেপ। খেলাধুলা, শিক্ষা বা উদ্যোক্তা যেকোনো পথেই হোক, আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে নারীর সম্ভাবনাই বদলে দিতে পারে জাতির ভবিষ্যৎ।
একাডেমির সভাপতি মালা রাণী সরকার বলেন, “আইএফআইসি ব্যাংকের এই সহায়তা আমাদের মেয়েদের মনোবল বাড়াবে। তারা এখন আরও বড় স্বপ্ন দেখতে পারবে।”
অনুষ্ঠানের শুরুতে আরও বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফারিহা হায়দার, ফুটবল দলের পৃষ্ঠপোষক রাজিয়া সামাদ ডালিয়া।
দেশের ক্রীড়াঙ্গনে স্বমহিমায় উদ্ভাসিত নারী ফুটবলের এই একাডেমি এক অনুপ্রেরণার নাম, কলসিন্দুর গ্রাম থেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এসেছে ৯ জন নারী খেলোয়াড়। এমনকি, ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও ৬ জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন এই একাডেমি থেকে।
Qউল্লেখ্য এর আগেও , গত বছরের অক্টোবর মাসে, আইএফআইসি ব্যাংক কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে মেয়েদের হাতে তুলে দেয় ফুটবল, জুতা, জার্সি ও অন্যান্য খেলার সরঞ্জাম।”