শামসুল আলম,ঠাকুরগাঁও- ঠাকুরগাঁওয়ে জন্ম ও মৃত্যু নিবনদ্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই জানুয়ারি মঙ্গলবার সালান্দর ইউনিয়ন পরিষধ মাঠ প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় সালান্দর ইউনিয়ন পরিষধ চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খাইরুল ইসলাম, এছারা সভায় ইউপি সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে ১৫০ পিস ন্যাপকিন,অসহায় ও দরিদ্রদের মাঝে ২ টি সেলাই মেশিন,্একশত এর বেশি কম্বল,৩ টি টিউবওয়েল,৪ টি সেলিং ফ্যান এবং শির্ক্ষাথীদের মাঝে ৩ টি ফুটবল,২ টি ভলিবল প্রদান করা হয়। পরে সালান্দর ও জগন্নাথপুর ভূমি অফিস পরিদর্শন করেন অতিথিরা।