শামসুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি – ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে হয়ে গেলো তরুণ-তরুণীদের সাইক্লিং প্রতিযোগীতা। শনিবার দুপুরে তারণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা স্কুল বড় মাঠে এই সাইকেলিং এর উদ্বোধন করেন জেলা প্রবশাসক ইশরাত ফারজানা।
উদ্বোধন শেষে জেলা স্কুল বড় মাঠ থেকে সাইকেল চালিয়ে র্যালি করেন তরুণ তরুণীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে এসে শেষ হয়।
পরে সাইক্লিং এ অংশ নেয়া সকল তরুণ ও তরুণীদের মাঝে গাছ বিতরণ করেন অতিথিবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সহ অন্যান্যরা।
আয়োজকরা বলছেন, মাদক-জঙ্গিবাদ-সন্ত্রাস-বাল্যবিবাহ থেকে দূরে রাখা ও সচেতনার সৃষ্টির জন্যই এই আয়োজন।