খায়রুল ইসলাম- নেত্রকোনা সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারা ভোগের পর নেত্রকোনা আগমন উপলক্ষে জেলা বিএনিপর উদ্যোগে গতকাল ২৩ ফেব্রুয়ারি ঐতিহাসিক মুক্তার পাড়া মাঠে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারা নির্যাতিত জননেতা লুৎফরুজ্জামান বাবর। 

জেলা বিএনপির আহবায়ক ডঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত। গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এম পি, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান,বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, বিএনপি নেতা এডভোকেট মাহফুজুল হক, এসএম মনিরুজ্জামান দুদু, তাজেদুল ইসলাম ফারাস সুজাত, যুবদেলর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিখান সহ নেত্রকোনা জেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং তার নির্বাচনী এলাকা মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী, বিএনপি যুবদল ছাত্রদল সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উক্ত গণসংবর্ধনায় ১০ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি’র যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।