মানিকগঞ্জে বেসরকারী সংস্থা পিকেএসএফ ও আরব এর পক্ষ থেকে সাংবাদিক সম্নাননা পেলেন দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক ও “আলোকিত কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আবুল বাসার আব্বাসী । কৈশোর কর্মসূচি” মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতিবেদন প্রকাশে বিশেষ অবদান রাখায় এসন্মাননা প্রদান করা হয়। আবুল বাসার আব্বাসী বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে
অমর একুশে ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর, কৃষ্ণপুর, গুজুরী ( বিকেজি) উচ্চ বিদ্যালয় মাঠে “কৈশোর কর্মসূচি উপজেলা পর্যায়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে অনুষ্টিত” কৈশোর উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুনিজনদের এ সন্মাননা দেয়া হয়।
পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন
( পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারী সংস্থা এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল দশটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালায় ছিলো স্টল সাজানো, দেয়াল পত্রিকা,কিশোর- কিশোরীদের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, সাইকেল র্যালি,কবিতা আবৃত্তি,সংগীত ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠান শেষে সাংবাদিক সন্মননা পান মো: আবুল বাসার আব্বাসী,সামাজিক কাজে বিশেষ অবদানে মো: আবুল হোসেন বাদশা ও প্রতিভাবান শিল্পী চিত্ত রঞ্জন মন্ডল।
আরব সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম নূরুল আলম এর সভাপতিত্বে এবং তাপস কুমার ঘোষ এর পরিচালনায় সন্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবের উপ- পরিচালক নূরতাজ আলম, বিকেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার মন্ডল,বাহিরচর প্রগতি সংঘের সভাপতি ও ইউনিয়ন বিএনপির কোষাধক্ষ্য আব্দুল হালিম বেপাড়ী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহীন তারেক