নরসিংদী – বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে শনিবার(৮ মার্চ) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য মাওলানা মোছলেহুদ্দীন ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিশের শূরার অন্যতম সদস্য অধ্যাপক আমজাদ হোসাইন। জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী আমিরুল ইসলাম আমীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল রফিক খান,নরসিংদী সদরের আমীর মাহফুজ ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান, সাবেক জেলা প্রচার সেক্রেটারী সামসুল ইসলাম প্রমুখ।
আলোচনা ও ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ রমজান মাসের পবিত্রতা বজায় রাখা ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন
হলধর দাস