আইয়ুব আলী, ময়মনসিংহ :: বিশ্ব ওজনস্তর দিবসে “করব ওজনস্তর সংরক্ষন, রুখবো জলবায়ু পরিবর্তন” এই শ্লোগানে ময়মনসিংহে আজ দুপুরে “বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো জিয়াউল হক, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক গোলাম মুস্তফা, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট উম্মে হাবীবা মীরা সহ অতিথি বৃন্দ।
এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউনিসেপ কম্পোনেন্ট প্রকল্পের আওতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তর সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন,জলেই সরবতনজনিত আদিমাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রতিপাদ্যাট যথোপযুক্ত এবং অত্যন্ত প্রাসঙ্গিক।
মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষায় ওজোনস্তরের অবদান অপরিসীম। কিন্তু মানুষের দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ওজোনস্তর দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্ষয়িষ্ণু ওজোনন্তরের মধ্যে দিয়ে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি অতি সহজেই পৃথিবীতে প্রবেশ করে মানবস্বাস্থ্য, জীবজগৎ, উদ্ভিদজগৎ ও অণুজীবের তথা জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে। মাত্রাতিরিক্ত অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসসহ স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া ওজোনস্তর ক্ষয়ের পরোক্ষ প্রভাবে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা ও মরুময়তাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাম্প্রতিক সময়ে দৃশ্যমান প্রভাব এখন একটি বাস্তবতা। তাই ওজনস্তর রক্ষায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে।